সিরাজগঞ্জে ইউএনও-এসিল্যান্ডের ওপরে হামলা: ২ যুবক গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের ওপরে হামলার ঘটনায় আরও ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে দুইদিনে ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর গ্রামের মাসুদ (১৮) ও মেহেদী (২০)।
মঙ্গলবার (২৩) দুপুরে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি অপারেশন) আব্দুল মজিদ বলেন, রোববার রাতে মামলা করার পর থেকে গত দুইদিনে অভিযান চালিয়ে ৭ নারী ও ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ভিডিও ও ছবি দেখে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, রবিবার (২১) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শন কারেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। এ সময় এলাকাবাসী তাদের উপর হামলা চালায়।
হামলাকারীরা ইউএনওর গাড়ী ভাংচুর করে। এতে সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গুরুতর আহত হন। এ ঘটনায় রোববার রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী আব্দুল হাই বাদী হয়ে ৫৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় নারী ও পুরুষসহ ৯জনকে গ্রেফতার করে পুলিশ।

অনলাইন ডেস্ক