পোরশায় ৩দিন ব্যাপী খামারিদের প্রশিক্ষণের উদ্বোধন
নওগাঁর পোরশায় ৩দিন ব্যাপী খামারিদের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। নিরাপদ প্রাণিজ ও খাদ্য নিরাপত্তায় এন্টিবায়োটিক রেজিষ্ট্যান্ট ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঔষধের ব্যবহার রোধকল্পে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি প্রাণি লালন পালনের জন্য খামারিদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন কর্মসূচির আওতায় উক্ত প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১০টায় হাসপাতাল মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য শাহ্ ম›জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা প্রাণি সম্প্রসারন কর্মকর্তা ডা. গোলাপ হোসেন। প্রশিক্ষনে উপজেলার ৪০জন খামারি অংশগ্রহন করেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :