সৈয়দপুর সহকারি কমিশনার (ভূমি) মাহ্মুদুল হাসানের বিদায় সংবর্ধনা
নীলফামারীর সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহ্মুদুল হাসানের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার ( ২২ আগস্ট) সৈয়দপুর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক সাকির হোসেন বাদল। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় সংগীত শিল্পী হোসনে আরা লিপি ও রেশমা।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহ্মুদুল হাসানকে সৈয়দপুর থেকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বদলি করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: