রাজীবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
জ্বালানি তেল ও গণ পরিবহনের ভাড়া বৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, চাল ডাল সহ নিত্যপণ্যের দামের লাগামহীন উর্ধ্বগতি এবং পুলিশের গুলিতে ভোলায় দুই নেতা নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার,যুবদল সভাপতি রোস্তম মাহমুদ লিখন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন এর কর্মী ও সমর্থক গণ প্রমুখ।
সমাবেশের শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় দলটির নেতৃবৃন্দরা ভোলা জেলায় পুলিশের গুলিতে নিহ দুই নেতার হত্যাকারীদের শাস্তির দাবি জানায়। এবং বিএনপি নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার নিত্য পণ্যের দাম কমানো সহ নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারে অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানানো হয় সমাবেশ থেকে।

রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি