সৈয়দপুরে যুব সচেতনতা কার্যক্রম বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে যুব সচেতনতা কার্যক্রম বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচের আয়োজনে সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে হেলভেটাস্’র সহযোগিতায় লক্ষণপুর স্কুল এন্ড কলেজে ওই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
এতে সৈয়দপুর উপজেলা চার নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মাসরুফা আকতার ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. ফরহাদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ কুইজ প্রতিযোগিতায় লক্ষণপুর স্কুল এন্ড কলেজের মোট ৩০জন শিক্ষার্থী ৬টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে ১৫ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী। কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচের উপজেলা সমন্বয়কারী মোছা. রীমা আক্তার। কুইজ প্রতিযোগিতায় বাল্য বিবাহ, নারী নেতৃত্ব, নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রভূতি বিষয়ে প্রশ্ন করা হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: