সৈয়দপুরে মৎস্য অফিসের উদ্যোগে কুন্দল বিলে পোনামাছ অবমুক্তকরণ
বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরে কুন্দল বিলে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সকালে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারী কার্যক্রমের অধীনে ওই পোনা মাছ অবমুক্ত করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পোনামাছ অবমুক্ত করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান ও উপজেলা সহকারি মৎস্য অফিসার খগেন্দ্র নাথ রায়সহ কুন্দল গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারী কার্যক্রমের অধীনে কুন্দল বিলে ১০০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে রুই, কাতলা ও মৃগেল। যা সংখ্যায় প্রায় এক লাখ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: