বগুড়ায় ভালোবাসায় সিক্ত হলেন ন্যাশনাল ওয়াইএমসিএ’স নেতৃবৃন্দ
সুখে-দুখে একে অপরের পাশে দাঁড়ানোই জীবনের সার্থকতা নিহিত। নিজের সার্থের জন্যেই কেবল জীবন নয়। সমাজের অসহায়, হতাশাগ্রস্থ মানুষকে প্রাণবন্ত করে তোলাই মানুষের ধর্ম। পরোপকারের মহান ব্রতে মানুষের মন উদ্দীপ্ত হয়।
পৃথিবীর ভালো-মন্দ, সুখ-দুঃখ, মঙ্গল-অমঙ্গল এগুলো হৃদয় মন স্পর্শ করলেই মানুষ মানবিক হয়। এই মানবিক মানুষ গড়ার ক্ষেত্রে গোটা দুনিয়াজুড়ে আন্তর্জাতিক যুব সংগঠন ওয়াইএমসিএ প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি কাজ করছে। এরই আলোকে সময় উপযোগী, চেতনা, মানসিক সুস্বাস্থ্য, অর্থনৈতিক অগ্রগতি, সাংস্কৃতিক বিকাশ ও শিক্ষা বিস্তারে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদানে আসেন গত বুধবার সন্ধ্যায় ন্যাশনাল কাউন্সিল অব বাংলাদেশ প্রেসিডেন্ট জনি হিউবার্ড রোজারীও, সাধারণ সম্পাদক নিপুন সাংমা।
বগুড়া ওয়াইএমসিএ এর পরিচালনা পর্ষদ ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাদেরকে করে তোলে আনন্দময়। যেহেতু ফুলের মতই মানুষের জীবন। ফুল ফোটে সুবাস ছড়ায়। তার সৌরভে চারদিক আমোদিত হয়। এভাবে সৌরভ ছড়ানোর মধ্যেই সে তার সার্থকতা খুঁজে পায়। এমনি সার্থকতা খুঁজে পেলো ন্যাশনাল ওয়াইএমসিএ’স নেতৃবৃন্দ। তাদের ভালো কর্মময় জীবন ও বৃহত্তর জনগোষ্ঠীর উপকারের স্বীকৃতিস্বরুপ ফুল দিয়ে বরণ করলেন বগুড়া ওয়াইএমসিএ এর সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডল, সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, উপদেষ্টা মি. দীলিপ মারান্ডী, সহ-সভাপতিদ্বয় মি. সৌরভ বিশ্বাস, ডাঃ মিসেস রীটা মন্ডল, কোষাধ্যক্ষ জেমস সুদীপ্ত দেওয়ারী, কার্য্যনির্বাহী সদস্য মি. টমাস অর্পন মন্ডল, মিস অর্পনা প্রামানিক, মিসেস মার্থা সাথী বিশ্বাস, মিসেস মনি ভদ্র, মিসেস ম্যাগডেলিন ফ্রান্সিস্কা বেস্রা, এজিএস হিউবার্ড রিমন মারান্ডী।

প্রেস বিজ্ঞপ্তি