জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) এর তথ্যের ভিত্তিতে বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে অদ্য বগুড়া জেলার সোনাতলা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার, মশার কয়েল, আইস ললি, ব্যাটারী পানি, হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার, হ্যান্ড স্যানিটাইজার, ডিশ ওয়াশিং লিকুইড, বল পেন, শ্যাম্পু এবং চানাচুর, সরিষার তেল, মরিচের গুড়া, হলুদের গুড়া (ব্রান্ড: সুরভী)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে বিএসটিআই’র মনোগ্রাম সম্বলিত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় মেসার্স ছালেক ফুড এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ, গড়ফতেপুর, সোনাতলা, বগুড়াকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং প্রায় দশ লক্ষ টাকা সমমূল্যের অবৈধ পণ্য ধ্বংস করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমির সালমান রনি এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন এন.এস.আই ও বিএসটিআই এর কর্মকর্তাবৃন্দ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যবৃন্দ। জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বানারীপাড়ায় ইউএনওর মা
লীয়া রানী সাহার পরলোকগমণ
রাহাদ সুমন,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার মা লীয়া রানী সাহা (৭০) আর নেই।
২৫ আগস্ট বৃহস্পতিবার ভোর সোয়া ৪ টায় বানারীপাড়ায় ইউএনওর সরকারি বাসভবনে তিনি পরলোকগমণ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। প্রয়াণকানে তিনি
স্বামী, ২ কন্যা, ১ ছেলে, ১ নাতি ও ৪ নাতনিসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। ওই দিন বিকালে খুলনা মহানগরীর রূপসা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে তার প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার,
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্রোরা,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী,
উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,
প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক মামুন আহমেদ, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন ও সাংগঠনিক সম্পাদক শফিক শাহিনসহ বিভিন্ন
রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।