প্রতিবন্ধীরা দেশের সম্পদ: সাংসদ আদেল
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেন- প্রতিবন্ধীরা দেশের সম্পদ। বর্তমান সরকার তাদেরকে এগিয়ে নিতে ভাতা প্রদান করছে। এ উপজেলা যাতে শতভাগ ভাতার আওতায় আসে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমুখ। পরে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন সাংসদ।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি