দেশবিরোধীদের প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মজনু
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে কৃষক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর সহপরিবারকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীরা আবারো আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করার হুমকি দিচ্ছে। তাদের সেই স্বপ্ন কোন দিন বাস্তবায়ন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি তাদেরকে প্রতিহত করবে।
তিনি বলেন, বগুড়াকে এক সময় বিএনপির ঘাটি বলা হত। সেটি আর নেই। এখন আওয়ামী লীগের পতাকাতলে লাখো মানুষ সমাবেশ করছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কার প্রার্থীকে জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় শহরের সাতমাথায় বগুড়া জেলা কৃষক লীগের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি জাতি গড়তে চেয়েছিলেন। তাঁর মৃত্যু বাংলাদেশের অপূরণীয় ক্ষতি। এই শোকেকে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুর হক মঞ্জুর সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, সদস্য তৌহিদুল করিম কল্লোল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন রতন, আনোয়ার পারভেজ বাবু, মাকছুদুল হাসান রুহেল, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুষার, শাহিন কাদির জোয়ারদার, কৃষক লীগ নেতা আবু বক্কার সিদ্দিক রাজা, ইকবাল হোসেন, মাহমুদ খান ডন, জাহিদুল ইসলাম সাগর, হেলাল উদ্দিন, বকুল আহম্মেদ, বজলার রহমান বকুল, পৌর কৃষক লীগের আহ্বায়ক মাসুদ রানা সরকার, যুগ্ম আহ্বায়ক হযরত আলীসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতাকর্মী।

প্রেস বিজ্ঞপ্তি