শাজাহানপুরে পকেট কমিটির প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীদের মানববন্ধন
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠন পাঁয়তারার প্রতিবাদে এবং জড়িত নেতাকর্মীদের বহিষ্কারের দাবীতে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
শনিবার বিকেলে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে মাঝিড়া ইউনিয়ন বিএনপির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি সদস্য এনামুল হক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য শহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুকুল মোল্যা, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব ইউসুব আলী, ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল মজিদ, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবুল হোসেন, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি আজাদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আনিছার রহমান, ৫নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি শাজাহান আলী, ইউনিয়ন বিএনপি নেতা তাজনুর রহমান, জাকারিয়া, গোলাম রব্বানী, চাঁন মিয়া, নুর ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা আছাদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী মানববন্ধনের অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় গঠনতন্ত্র বহির্ভূত ভাবে রাতের আধারে ওয়ার্ড কাউন্সিলরদের জিম্মী করে ভয়ভীতি ও টাকার লোভ দেখিয়ে স্বাক্ষর নিয়ে সম্মেলন ছাড়াই মাঝিড়া ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্যাগী ও সক্রিয় নেতাদের বঞ্চিত করে পকেট কমিটি করা হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম, সিনিয়র যুগ্ম আহবায়ক বজলুর রহমান নীলু, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহিন, আজিজুর রহমান বিদ্যুত, হারেজ উদ্দিন হারেজ ও উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু নিজেদের অনৈতিক স্বার্থ হাসিলের জন্য অপচেষ্ট্ াচালিয়ে যাচ্ছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি দলীয় ভাবে বিশৃংখলা সৃষ্টি হয়েছে। কিন্তু ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করা হলে মাঝিড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা কাউকে ছাড় দেবে না। এমতাবস্থায় দলের শৃংখলা রক্ষায় এবং এই দুঃসময়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার স্বার্থে অপকর্মে জড়িত উপজেলা বিএনপির আহবায়ক সহ অন্যান্য সদস্যদেরকে বহিষ্কার দাবী করেন তারা।
এবিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি