ভারতে চিকিৎসাধীন বাংলাদেশি জেলের মৃত্যু
পটুয়াখালীর জেলে ইউনিস গাজী বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। ইউনুসকে ভাসমান অবস্থায় ভারতীয় জেলেরা উদ্ধার করেন। ভারতের ডায়মন্ড হারবারের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি জেলে ইউনুস গাজী শুক্রবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১০টায় মারা যান।
মৃত্যুর খবর পাওয়ার পরই ইউনুস গাজীর লাশটি ফিরে পেতে সরকারের কাছে দাবি জানিয়েছে পরিবার। ইউনুস গাজী পটুয়াখালী জেলার মহিপুর থানার বিপিনপুর ৪ নম্বর ওয়ার্ডের শুক্কুর গাজীর ছেলে।
এদিকে, দ্বিতীয় দফায় আগামী সোমবার (২৯ আগস্ট) একসঙ্গে ৮৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরত দিচ্ছে ভারত। উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের দুটি ট্রলারসহ ভারতের ত্রাণ শিবিরে থাকা এই ৮৮ জন মৎস্যজীবীকে ফেরানো হবে।
সুন্দরবনের ভারতীয় অংশে ভারত-বাংলাদেশ সীমান্তের কালিন্দী নদীর জিরো পয়েন্টে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রত্যাবাসন করানো হবে তাদের। এর আগে প্রথম দফায় ফেরত দেয়া হয় ৩৪ জন মৎস্যজীবীকে।
ইউনুস গাজীর মেয়ে চম্পা বেগম। বুধবার ভারতের এক নারী চিকিৎসক চম্পাকে তার বাবার খোঁজ দেন। এমনকি ওই দিন সন্ধ্যায় তার বাবার সঙ্গে ভিডিওকলে কথা বলিয়ে দেয়। তখন তার বাবা তাকে তার ছোট ভাইবোনদের দিকে খেয়াল রাখতে বলেন। তাদের কোনো দিন সাগরে না পাঠানোর জন্য পরামর্শ দেন।
ভারতের চিকিৎসকের বরাত দিয়ে চম্পা জানান, তার বাবা চারদিন সাগরে ভেসে থাকায় তার শরীরের ত্বক খসে গেছে। দুই দিন আইসিইউতে ভর্তি থাকার পর শুক্রবার সকাল ৯টার দিকে মৃত্যু হয়। মৃত্যুর ঘবর রবিবার সকালে তাদেরকে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
বরগুনা জেলা মস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যে ইউনুস গাজী মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা মালিক সমিতির পক্ষ থেকে চাচ্ছি বাংলাদেশ সরকারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে। এ ব্যাপারে সরকারের আন্তরিকতা চাচ্ছি।
পটুয়াখালীর মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা। তিনি বলেন, মহিপুরের বাবুল কম্পানির মালিকানাধীন ট্রলার এফবি জান্নাত। সেই ট্রলারে রহমাতুল্লাহ মাঝির নেতৃত্বে গত ১৫ আগস্ট বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। এরপর ১৮ আগস্ট ঝড়ের কবলে পড়ে। ১৪ জেলের বাড়িতে ফিরলেও আট দিন কোনো খোঁজ মেলেনি ইউনুস গাজীর।
ভারতের কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষ্ণ হালদার। তিনি বলেন, ভারতীয় জেলেরা সাগরে ভাসমান অবস্থায় ইউনুস গাজীকে ২১ আগস্ট উদ্ধার করে। প্রথমে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করে।
তার অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবারের বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলে ইউনুস গাজী শুক্রবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১০টায় মারা যান বলে জয় কৃষ্ণ হালদার জানিয়েছেন।

অনলাইন ডেস্ক