বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ২
বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার সকাল পৌনে ৯ টার দিকে সদরের ছিলিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের ঘুন্ডোলা গ্রামের মাইনুল হক (৩২) ও খোন্দা মাস্তানবাজার গ্রামের মোস্তাকিন ইসলাম (১৮)।
এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ইন চার্জ মো. সাইহান ওলিউল্লাহ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

অনলাইন ডেস্ক