পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সার্বিক চিত্র পাল্টে গেছে
বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) সমস্যা ও জনবল সংকট থাকা সত্বেও কাজের নির্ধারিত লক্ষ্যমাত্রা পুরুন সহ উন্নয়ন মূলক কর্মকান্ডে কারখানার সার্বিক চিত্র পাল্টে গেছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-সৈয়দপুর রেলপথ ও মহা সড়কের পূর্ব পাশ ঘেঁষে গড়ে উঠেছে রেলওয়ে এই বৃহৎ কারখানাটি। রেল ও সড়ক উভয় পথে যাতায়াতের সময় কারখানাটি নজরে পরে। বিশেষ করে রাতের বেলায় কারখানার মূল গেটে স্থাপিত পূর্বেকার কয়লার ইঞ্জিনের স্থাপিত মডেল ও CLW লেখার অভ্যন্তরের আলোকসজ্জা সহজেই সবার দৃষ্টি কাড়ে। স্থাপিত ইঞ্জিনের সামনের অংশে লাগানো হয়েছে শোভাবর্ধক ফুলের গাছ। যা আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। মূল গেটের একটু ভিতরে স্হাপন করা হয়েছে রেলের চাকার আদলে আরেকটি দৃষ্টি নন্দন কারুকাজ মন্ডিত মডেল। লোহালক্কড় নিয়ে যাঁদের কাজ তাঁদের মাঝেও যে লুকিয়ে আছে এতো সুন্দর একটা শৈল্পিক মন যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। আর এগুলোর মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী ২৪ তম বিসিএস (রেল) এর চৌকস অফিসার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) এবং রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বর্তমান প্রধান নির্বাহী (CEX) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। শুধু এইটাই নয়,রেলওয়ে আবাসিক এলাকা সৌন্দর্য মন্ডিত করে এলাকার চিত্রই পাল্টে দিয়েছেন। নানাবিধ সমস্যা ও স্বল্প জনবল নিয়েও কাজের গতি চলমান রেখে পাল্টে দিয়েছেন কেলোকা'র সার্বিক চিত্র। আত্মবিশ্বাস আর দৃঢ়তার সাথে এগিয়ে চলেছেন সামনের দিকে।
জানা গেছে, আমেরিকা থেকে আমদানীকৃত অত্যাধুনিক রেল ইঞ্জিনের ৪০ টির মধ্যে ২০ টি এই কারখানায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ১৮ টি রেল ইঞ্জিন এখানে কমিশনিং করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সমস্যা ও নির্ধারিত জনবলের চেয়ে অনেক কম জনবল নিয়েও আউট টার্নের লক্ষ্য মাত্রা পুরুনে সফলতা অর্জিত হচ্ছে।
যোগাযোগ করা হলে পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) প্রধান নির্বাহী (CEX) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন,সমস্যা আছে সমস্যা থাকবে তারপরেও নির্ধারিত গতিতেই কাজ পরিচালিত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারখানা ও কারখানার আবাসিক এলাকা সৌন্দর্য মন্ডিত করতে তিনি তাঁর নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করছেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ