কাহালুর বিদ্যালয়ে অনিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠনের অভিযোগ
কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিনোদ কল্যানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার সকালে প্রতিষ্ঠানের সকল ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অভিভাবক ও শিক্ষার্থীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করার দাবী জানান।
এসময় অভিভাবকবৃন্দ, দাতা সদস্যবৃন্দ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রবিবার সকালে সরেজমিন ঐ প্রতিষ্ঠানে গিয়ে এলাকার লোকজন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও দাতা সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ইতিপুর্বে এই প্রতিষ্ঠানের নিয়মিত কমিটির সভাপতি ছিলেন আব্দুল বারী। পরবর্তীতে তার মেয়াদ শেষ হলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যরা মিলে এডহক কমিটি গঠন করা হয়। এই এডহক কমিটির সভাপতি হিসেবে তোতা মিয়াকে দায়িত্ব দেয়া হয়। এবং এডহক কমিটিকে একটি নির্দিষ্ট সমেয়র মধ্যে নিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র অনুয়ায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করার জন্য সময় বেধে দেয়া হয়। কিন্তু এই এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার ১ মাস পুর্বেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কিছু লোকের যোগসাজসে গোপনীয়ভাবে এবং সম্পুর্ণ অনিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র বিরোধীভাবে সকলের অগোচোরে একতরফা অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহিমকে সভাপতি হিসেবে ঘোষনা করে। এতে করে অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা এই কমিটিকে অবৈধ অ্যাখ্যা দিয়ে বিক্ষোভ প্রর্দশন করে।
এ বিষয়ে ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোজাহার আলী বলেন, আমরা ২৭ বছর পুর্বে থেকেই দেখে আসছি এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয় প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের মধ্যে থেকে, যেটা নিয়ে ইতিপুর্বে কোন প্রশ্ন উঠেনি। কিন্তু এবারের সভাপতি নির্বাচিত করা হয়েছে এক প্রকার জোড়পুর্বক, ভয়ভীতি প্রদর্শন করে। যা আমাদের কারো কাছেই কাম্য নয়। আমরা এই অবৈধ কমিটি মানিনা এবং অবিলম্বে এই কমিটি বাতিল করে আবারো নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মিলন চন্দ্র বর্মন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সম্পুর্ণ নিয়মতান্ত্রিকভাবে ও গঠনতন্ত্র মেনেই সভাপতি নির্বাচিত করেছি। আমাদের বিরুদ্ধে যেসকল অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট।
ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম এই ব্যাপারে বলেন, আমি সম্পুর্ণ নিয়মতান্ত্রিকভাবে এবং গঠনতন্ত্র মেনেই সভাপতি নির্বাচিত হয়েিেছ। ৫ জন অভিভাবক সদস্য ও ৩জন শিক্ষক প্রতিনিধি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে এবং সেই হিসেবে রাজশাহী শিক্ষা বোর্ড থেকেও কমিটি অনুমোদন দিয়েছে। ওখানে আমার কিছু বিপক্ষের লোকজন তারা আমাকে মেনে নিতে পারছেনা বলেই এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন জানান, তিনি লিখিত কোন অভিযোগ পাননি শুধু বিষযটি সর্ম্পকে মৌখিকভাবে শুনেছেন, যে কমিটি নিয়ম মেনে করা হয়নি । তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তি