সৈয়দপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন
মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির আলোকে চার দফা বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, নীলফামারীর সৈয়দপুর শাখা।
সোমবার বিকেলে শহরের সাহেবপাড়াস্থা আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর শাখার যুগ্ম -সদস্য সচিব প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর শাখার আহবায়ক বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোনায়মুল হক, উপদেষ্টা প্রকৌশলী মো. আজিজুল হক।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী পীযুষ কান্তি রায়ের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো, শহীদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চলমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে হ্রাস করে তিন বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। সেই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড (বিএনবিসি) - ২০২২ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা - ২০০৮ এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা - উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান , পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, সরকারি, আধা -সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, পেট্টোবাংলা ও বিদ্যূৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী অর্গানোগ্রাম প্রণয়ন, বিদ্যূৎ কোম্পানিসমূহে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবি নির্ধারণ এবং পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা, শ্রেণি কক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটের সমাধানসহ পলিটেকনিক, টিএসসি, এসএসসি ( ভোকেঃ), টিটিসিতে শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা প্রদান স্লিপ শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন ভাতা প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা এবং ২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রভূতি।
এর আগে দুপুরে সংগঠনের পক্ষ থেকে চার দফা একই দাবিতে বাস্তবায়নের লক্ষ্যে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন ডিপ্লোমা প্রকৌশলী প্রদত্ত স্মারকলিপিটি গ্রহন করেন এবং তা যথাযথভাবে শিক্ষামন্ত্রী বরাবরে প্রেরণের আশ্বাস প্রদান করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি