নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরন
বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘঠেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে এঘটনা ঘটে।।
স্থানীয় সুত্রে জানাগেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেলে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগ শোক সভার আয়োজন করে। সন্ধ্যার আগেই শোক সভা শেষ করে নেতাকর্মীরা যে যার মত চলে যান। রাত সাড়ে ৮ টার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরনের ঘটনায় লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, কে বা কারা বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরন ঘঠিয়েছে বলে শুনেছি। তিনি বলেন ককটেল বিস্ফোরণের সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার না করলে নাশকতার পুনরাবৃত্তি ঘটবে। থানার অফিসার ইনচার্জ ( ওসি) আনোয়ার হোসেন বলেন, বিকট শব্দ হয়েছে। তবে সেটি ককটেল কি না বলতে পারছি না। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ