বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নজরুল পরিষদ বগুড়ার উদ্যোগে জেলা উদীচী কার্যালয়ে স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. মন্তেজার রহমান মন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদ, বগুড়ার সাধারণ সম্পাদক হাকিম এম এ মজিদ মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মতিয়ার রহমান। সংগঠনের সহ সভাপতি আসাদ হোসেনের সহযোগিতায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় সঙ্গিত পরিবেশন করেন মুন, শ্রুতি নাজিফা, আব্দুল কাদের মজনু। অনুষ্ঠানে নজরুল পরিষদ বগুড়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার