পঞ্চগড়ে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
রোববার রাতে পুুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখতে ভালো কিছু করতে সাংবাদিকদের সহযোগিতার কোন বিকল্প নেই। আমি পুলিশ সুপার হিসেবে চাকরি করার জন্য এসেছি। এটাকে আমি বাংলাদেশের জনগণের আমানত হিসবে মনে করি। নতুন এসপি আসলেই পাথর উত্তোলন শুরু হবে এটা ভুল ধারণা। এখানে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। বন্ধ থাকবে। এটা আমি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। এ ব্যাপারে কোন ছাড় নেই। আমি এখানে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এসেছি। আমার কাজ হচ্ছে আপনাদের সেবা করা। নতুন কর্মস্থল পঞ্চগড়কে সেকেন্ড হোম বলে মনে করি।
মত বিনিময় সভায় সভায় সাংবাদিকদের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাবেক সভাপতি এ রহমান মুকুল, সফিকুল আলম, এ হোসেন রায়হান, সামসউদ্দিন চৌধুরী কালাম, সরকার হায়দার, লুৎফর রহমান, মোশাররফ হোসেন, হারুন অর রশিদ, রনি মিয়াজী প্রমুখ বক্তব্য দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা, সেকেন্ড অফিসার মো. কাইয়ুম আলী, ডিআইও-১ আব্দুর রাজ্জাক, ডিবির ওসি আহসান হাবীব, ট্রাফিক বিভাগের টিআই কামরুল আহসানসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গণমাধ্যমকর্মীরা মাদক, জুয়া, ইভটিজিং, ব্ল্যাক মেইলিং, কিশোর গ্যাং, চা পাচার, পাথর উত্তোলন বন্ধসহ জেলায় সংগঠিত বিভিন্ন অপরাধ ও সমস্যা পুলিশ সুপারকে অবহিত করেন। আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা শেষে পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার হাতে ফুলেল শুভেচ্ছা জানান।

পঞ্চগড় প্রতিনিধি