বগুড়ায় অবৈধভাবে সার বিক্রি ও মজুদের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে সার বিক্রি ও মজুদ করার অপরাধে মেসার্স জাকির ভান্ডারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মহাস্থনগড় বাজারে এই অভিযান চালানো হয়।
এসময় প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী ফরহাদ হোসনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী ফরহাদ হোসনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার ইউএনও উম্মে কুলসুম সম্পা। এসময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
শিবগঞ্জের ইউএনও উম্মে কুলসুম সম্পা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স জাকির ভান্ডারে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে টিএসপি,ডিএফপি ও পটাশ সারের মজুদ পাওয়া যায়। এজন্য জাকির ভান্ডারের স্বত্তাধিকারী ফরহাদ হোসনকে কঠোরভাবে সতর্ক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ষ্টাফ রিপোর্টার