আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে দুইজনের বিরম্নদ্ধে মামলা
বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে দুইজনের বিরম্নদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার আদমদীঘি উপজেলার ডুমুরীগ্রামের ওই গৃহবধু নিজেই বাদি হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইবু্যনাল-২ এ এই মামলা দায়ের করা হয়। মামলায় আসামী করা হয়েছে, আদমদীঘি উপজেলার ডুমুরীগ্রামের ইব্রাহিম আলীর ছেলে বেলাল হোসেন সরদার ও শিয়ালশন গ্রামের মনোয়ার হোসেনের ছেলে সহিদকে। আদালত বাদিনীর দায়ের করা অভিযোগ আমলে নিয়ে তদন্ত্ম পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নসরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ডুমুরীগ্রামের ওই গৃহবধুকে আসামী বেলাল হোসেন সরদার বিভিন্ন সময় কু-প্রস্ত্মাব দিলে বাদিনী তা প্রত্যাখান করে। গত ২৩ আগষ্ট দুপুরে বাদিনী গৃহবধু বাড়ির পাশে দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যাবার সময় অপর আসামী সহিদ তাকে (গৃহবধু) কে ডেকে আসামী বেলাল হোসেন সরদারের বাড়িতে নিয়ে যায়। সেখানে আসামী বেলাল হোসেনের স্ত্রী সন্ত্মান না থাকার সুযোগে তার শয়ন ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষন চেষ্টা করে। এসময় বাদিনী চিৎকারে স্থানীয়রা এসে বাদিনীকে উদ্ধার করে।

আদমদীঘি (বগুড়) প্রতিনিধি