পোরশায় সাড়ে ৭শ টাকা বস্তার সার ১৫শ টাকায় বিক্রির সময় ব্যবসায়ী ধরা
নওগাঁর পোরশায় দোকানে অতিরিক্ত দামে সার বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন দুই সার ব্যবসায়ী।
মঙ্গলবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার শিশা বাজারের হাজী ট্রেডিং কর্পোরেশন স্বত্বাধিকারী নাজমুল আলম ৭শ ৫০টাকা পটাশের বস্তা ১৫শ টাকা দামে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন। একই বাজারের লতিফ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুল মতিন টিসপি সারের দাম বস্তায় ১শ টাকা বেশি নেওয়ার সময় তিনিও হাতেনাতে ধরা পড়েন। এসময় হাজী ট্রেডিং কর্পোরেশনের ৩০হাজার টাকা ও লতিফ ট্রেডার্সের ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই দিন দুপুরে উপজেলার সারাইগাছী বাজারের আল মদিনা ল্যাব অ্যান্ড হসপিটালে অভিযান চালালে ক্লিনিক বা হাসপাতাল পরিচালনার জন্য সরকার অনুমোদিত তাদের কোন লাইসেন্স না থাকায় ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়। এবং তাদের ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সালাহউদ্দীন রশীদ, নিরাপদ খাদ্য পরিদর্শক আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :