প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২২ ২১:২৭

শাজাহানপুরে ওএমএসের চাল বিক্রির উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
শাজাহানপুরে ওএমএসের চাল বিক্রির উদ্বোধন

'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে ভুর্তকি মূল্যে খোলা বাজারে ওএমএস কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝিড়া  এলাকায় খাদ্য বিভাগের বাস্তবায়নে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বিক্রির উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনির হোসেন,এস আই আরিফ হোসেন,বেতগাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হাসিবুল হাসান,ডিলার মালিক বাদশা আলমগীর সহ খাদ্য অধিদপ্তরে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,উপজেলার ২জন  ওএমএস ডিলারের মাধ্যমে মাঝিড়া বাইপাসে ও টেঙ্গামাগুর এলাকায় সপ্তাহের ৫ দিন (শুক্রবার ও শনিবার ব্যতীত) সকাল ৯টা থেকে ৫ টা পযন্ত জনপ্রতি ৫ কেজি চাল (৩০) টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

উপরে