প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৩৫

পোরশায় ৬হাজার ১৮২ বস্তা সার জব্দ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় ৬হাজার ১৮২ বস্তা সার জব্দ

নওগাঁর পোরশায় আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ৫হাজার ২০৩বস্তা ও স্থানীয় এক ব্যবসায়ীর গোডাউন থেকে ৯৭৯বস্তা সার জব্দ করা হয়েছে। 

জানা যায়, উপজেলার মর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র সাহার মালিকানাধীন শিশা বাজারের আদর্শ কৃষি বিতান নামের গোডাউনে এমওপি ১৪৬বস্তা ও ডিএপি ৫হাজার ৫৭বস্তা সার অবৈধভাবে মজুদ করে রাখেন। অপরদিকে একই বাজারের সাইদ ট্রেডার্সের মালিক নাজমুল আলম এমওপি ৯৭বস্তা ও ডিএপি ৮৮২বস্তা সার অবৈধভাবে গোডাউনে মুজদ করে রাখেন।

শুক্রবার বিকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সারের বস্তাগুলো জব্দ করেন। পরে অবৈধভাবে সার মজুদ করার দায়ে আওয়ামী লীগ নেতা বিকাশ চন্দ্র সাহার ৫০হাজার টাকা ও স্থানীয় ব্যবসায়ী নাজমুল আলমের ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার উপস্থিত ছিলেন। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসারের তদারকিতে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রয় করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান।

উপরে