প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৩

সরকারের প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি
সরকারের প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে

ভাই ব্রাদার্স প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে। শনিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিজভী আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুস সালাম বাবু, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিকুল ইসলাম আপেল, জেলা ছাত্রলীগ নেতা নাহিদ, মারুফ হোসেন সুমন। ফাইনাল খেলায় সেলেষ্টিয়াল্স ও ফাস্ট গ্রেড অংশগ্রহণ করেন। এতে ফাস্ট গ্রেড চ্যাম্পিয়ন হয়। মিলেনিয়াম স্কুল এন্ড কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ৬টি টিম এতে অংশ গ্রহণ করে।

এতে প্রধান অতিথি সুলতান মাহমুদ খান রনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রচেস্টায় ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। আমাদের কৃতি খেলোয়াড়গন দেশের জন্য সুনাম বয়ে আনছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তৃনমূলে ভালো খেলোয়াড় গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। এতে করে শিশু কিশোররা পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হয়ে উঠছে। বিশ্বের মধ্যে যে কয়েকটি দেশ ক্রিকেটে সেরা বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমাদের দেশে রয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তিনি বলেন, নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ভালোমানের খেলোয়াড় গড়ে তুলতে হবে। পাশাপাশি নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এতে করে দক্ষ ও ভালোমানের খেলোয়াড় গড়ে উঠবে। যারা দেশে বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম বয়ে আনবে। তিনি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা করার জন্য তরুন যুবসমাজের প্রতি আহবান জানান।

 

উপরে