প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৪

পার্বতীপুর রেলওয়ে এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই জনের কারাদণ্ড

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর রেলওয়ে এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই জনের কারাদণ্ড

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে এলাকায়  পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভিন্ন ভিন্ন  অপরাধে দুই জনের বিভিন্ন মেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন। সোমবার সকালে দন্ডপ্রাপ্ত দুই জনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার  সময় আদালতের বিজ্ঞ বিচারক   বাহিত সম্পত্তি চুরির উদ্যোগে আক্রমনের অপরাধে মোস্তাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৬৫ ধারা মোতাবেক  ০১বছর ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সে দিনাজপুর জেলার সদর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। একই সময় মাদক (ট্যাপেন্টাডল)  সেবনের অপরাধে রাশেদুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) (২১) ধারা মোতাবেক ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত শমশের আলীর পুত্র।

ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক কর্তৃক দন্ডপ্রাপ্ত দুই জন কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।
 

উপরে