প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৯

লোকনাথ আবির্ভাব উৎসব শুরু

প্রেস বিজ্ঞপ্তি
লোকনাথ আবির্ভাব উৎসব শুরু
বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণ কামনায় রবিবার হতে মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯২ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে দত্তবাড়ি শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির অঙ্গণে ৩দিন ব্যাপী উৎসব শুরু হয়েছে।
 
উৎসবের প্রথম দিনে সকালে লোকনাথ ব্রহ্মচারীর প্রতিকৃতি সহ একটি শোভাযাত্রা বগুড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বিকেলে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-সেবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ বগুড়ার সভাপতি  সাগর কুমার রায়
 
জেলা আওয়ামী যুবলীগ বগুড়ার সভাপতি শুভাশিস  পোদ্দার লিটন, ৩নং ওয়ার্ড, বগুড়া পৌরসভার কাউন্সিলর লায়ন কবিরাজ তরুন চক্রবর্তী, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক, প্রদীপ ভট্টাচার্য শংকর, কেন্দ্রীয়  পূজা উদ্‌যাপন পরিষদদের সদস্য দিলীপ কুমার দেব, দত্তবাড়ী দেবসেবা ট্রাষ্টিবোর্ড সহ সভাপতি  কার্তিক কুমার রায় প্রমুখ। আলোচনা সভার সভাপতিত্ব করেন লোকনাথ যুব সংঘের সভাপতি কমল দত্ত।
আলোচনা সভায় লোকনাথ যুব সদস্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গণেশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক মৃনাল কুমার পাল, সহ সভাপতি বাপ্পী চৌধুরী, গৌতম দত্ত প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা, সব্যসাচী দাস, পাপ্পু বসাক, দীপক কুন্ডু, সনজিত দেবনাথ,  প্রবীর ঘোষ, প্রবীর প্রামাণিক,  সুরঞ্জন তালুকদার,  ডাঃ কিশোর, রিপন ভট্টাচার্য, আসীম, শুভ, প্রান্ত, অর্ঘ্য,  অরুণ বণিক, বিশাল প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনা করেন অলক পাল। ধর্মীয় সংগীত পরিবেশন করেন শিল্পী প্রনব সান্যাল, মণিকা ঘোষ, বিমল কবিরাজ প্রমুখ।
 
তিন দিন ব্যাপী উৎসবে আজ সন্ধ্যায় লোকনাথ যুব সংঘের সদস্য বৃন্দ লোকনাথের জীবন আলেখ্য থেকে নাটক মঞ্চায়ন করবে। এছাড়াও আগামীকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও বগুড়া থিয়েটারের নাটক চক্ষুদান।
 
লোকনাথ যুব সংঘের পক্ষ হতে সকলকে আয়োজনে সম্পৃক্ত হবার অনুরোধ জানানো হয়েছে।
উপরে