প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৮:২২

আদমদীঘি রক্তদহ বিলে ভ্রাম্যমান অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘি রক্তদহ বিলে ভ্রাম্যমান অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ২৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও ১০০ মিটার ক্যারেন্ট জাল জব্দ করেছে।

সোমবার বেলা ১১ থেকে বিকেল ৩ টা পর্যন্ত রক্তদহ বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে রক্তদহ বিলে মৎস্য আহরণকারী পালিয়ে যায়।

পরে জব্দকৃত চায়না দুয়ারী ও ক্যারেন্ট জাল গুলো বিকাল সাড়ে ৪টায় উপজেলা চত্ত্বরে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের উপস্থিতিতে আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয়। এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল। 

 

উপরে