প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৫

যক্ষ্মারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি
যক্ষ্মারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

যক্ষ্মারোগ প্রতিরোধে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে।

 রোববার সকালে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণকে নিয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিটি-নাটাব, পঞ্চগড় জেলা শাখা। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ ও নাটাব রংপুর বিভাগের প্রতিনিধি কাওছার উদ্দীন। 

মতবিনিময় সভায় বাংলাদেশের যক্ষ্মা রোগের বর্তমান চিত্র, পঞ্চগড় জেলার কার্যক্রম, ফুসফুসের যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা নিয়ন্ত্রণে করণীয় ও দায়িত্বসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। তিনি বলেন, সম্পূর্ণ বিনা খরচে রোগ নিরূপণ ও চিকিৎসা করা হলেও গ্রামের অনেক মানুষ বিষয়টি নিয়ে অবহিত নন। বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এলে খুব কম সময়ের মধ্যে অন্যান্য রোগের মত এই রোগটি নিয়ন্ত্রণ এমনকি নির্মূল করা সম্ভব। এ ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেবগণ শুক্রবার জুমআর নামাজের আগে খুৎবায় মাসে অন্তত একবার বিষয়টি নিয়ে মুসল্লিদের সাথে আলোচনা করতে পারেন। কারণে ইমাম সাহেবদের কথা মুসল্লিরা ভাল করে শোনেন। এভাবে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করলে যক্ষèারোগ নিয়ন্ত্রণ করা সহজতর হবে। 

 

উপরে