পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে যুবক গ্রেফতার
পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ইকবাল হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ইকবালের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আলী আজমের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট বাজারে ইকবাল মহান আল্লাহ তায়ালা ও ইসলাম ধর্মের শেষ নবী মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছিল। পরে বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেফতারের দাবিতে গত মঙ্গলবার বিকেলে অমরখানা ইউনিয়নের কাজীরহাট বাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের উত্তর তালমা অমরখানা এলাকার বাসিন্দা সামশুল আলম মঙ্গলবার রাতে বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে ধর্মীয় বিশ্বাসে অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শত্রুতা বৃদ্ধি করে দাঙ্গা সৃষ্টির অপরাধে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ইকবাল হোসেন নামে এক যুবককে ইসলাম ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি