পঞ্চগড়ে যুব জাগপার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রীক পার্টি-জাগপার সহযোগি সংগঠন যুব জাগপার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে জেলা শহরের বকুলতলাস্থ জেলা জাগপা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাধীন-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ও গণতন্ত্র পূর্বউদ্ধার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী। জেলা যুব জাগপা সভাপতি শাহরিয়ার বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদস্য আব্দুল খালেক, কেন্দ্রীয় যুব জাগপা সদস্য মো. মোকসেদ, পৌর যুব জাগপা সভাপতি জনি হোসেন, সাধারণ সম্পাদক মো. আরিফ, উপজেলা যুব জাগপার সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, সদর উপজেলা জাগপা সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, শ্রমিক জাগপা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. মানিক প্রমূখ।

পঞ্চগড় প্রতিনিধি