আদমদীঘিতে ১০০ টাকার কাঁচা মরিচ এখন ১০ টাকা
লাভের আশায় মরিচ চাষ,কৃষকের এখন মাথায় হাত। মাত্র দুই সপ্তাহ আগেও কাঁচা মরিচের প্রতি কেজির দাম ছিল ১০০ টাকা থেকে ১২০টাকা ,সেই কাঁচা মরিচ এখন মাত্র ১০ টাকা কেজি।
বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারপুর,মঙ্গলপুর,শাওইল,শালগ্রাম,জিনইর,কোমারভোগ,আমইল,কেশরতা সহ বেশ কিছু মাঠে এবার ব্যাপক মরিচের আবাদ হয়েছে। অল্প খরচে বেশী লাভের আশায় মরিচ চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। মাত্র দুই সপ্তাহ আগে প্রতি কেজি মরিচ কৃষকরা ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে পাইকারি বিক্রি করেছে। সেই কাচাঁ মরিচ এখন আদমদীঘি উপজেলার সদরের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকা কেজি।
এবার উপজেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। কৃষকদের মুখে হাসির ঝলক দেখতে না দেখতেই মাত্র দুই সপ্তাহের মাথায় কাঁচা মরিচের বাজারে নেমে এসেছে ধস।
মরিচচাষী নূর ইসলাম,ফজলুল হক সহ বেশ কয়েক জন মরিচচাষী জানান,জমি থেকে মরিচ তুলতে প্রতিটি শ্রমিককে দিতে হয় ২৫০টাকা মজুরি।
একজন শ্রমিক দিনে ২০ কেজি মরিচ ক্ষেত থেকে তোলেন। মরিচ বিক্রি করে শ্রমিকের মজুরিও তোলা যাচ্ছে না এখন। বাজারে মরিচের দাম কমে যাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই । বরং ক্ষেতের মরিচ নিয়ে কৃষকরা পড়েছে এখন মহাবিপাকে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ