প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২২ ২০:২০

আদমদীঘি সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘি সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বেলা আড়াই টায় উপজলো নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, আব্দুস ছালাম, গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা তৃপ্তি সহ উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারগণ। সভায় কৃষকদের মাঝে সুষ্ঠ ভাবে সার বিতরণ ও ন্যায্যমূল্যে যেন কৃষকরা সার পায় সে বিষয়টি নিশ্চিত করণে মনিটরিং ব্যবস্থা জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। 

 

উপরে