প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২২ ২১:০৬

সম্মিলিত সাংস্কৃতিক জোট ঢাকার কার্য্যনির্বাহী সদস্য হলেন ময়না

ষ্টাফ রিপোর্টার
সম্মিলিত সাংস্কৃতিক জোট ঢাকার কার্য্যনির্বাহী সদস্য হলেন ময়না

বগুড়া সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক এবং শব্দ কথন সাহিত্য আসরের উপদেষ্টা তৌফিক হাসান ময়না সম্মিলিত সাংস্কৃতিক জোট ঢাকার কার্য্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে  এর ৮ ম কেন্দ্রীয় জাতীয় সম্মেলনে তিনি এই পদে নির্বাচিত হন। সভাপতি হিসেবে গোলাম কুদ্দুস এবং সাধারণ সম্পাদক হিসেবে আহকাম উল্লাহ নির্বাচিত হন।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ঢাকার কার্য্য নির্বাহী সদস্য পদে তৌফিক হাসান ময়না নির্বাচিত হওয়ায় এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া নাট্য গোষ্ঠির সভাপতি মো: জাহিদুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান আলম, বগুড়া আনন্দকণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, রবীন্দ্রসঙ্গিত সম্মিলন পরিষদ বগুড়ার সভাপতি শ্যামল বিশ^াস, সাধারণ সম্পাদক অমরেশ মূখার্জ্জি, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মনতেজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক হাকীম এমএ আব্দুল মজিদ মিয়া, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, শব্দকথন সাহিত্য আসরে সভাপতি আব্দুস সালাম বাবু, সদস্য মাহাবুব টুটুল, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক লিপি প্রধান, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, সাধারণ সম্পাদক এইচ আলিম, অ আ সাহিত্য সংসদের সভাপতি রবিউল আলম অশ্রু, নন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, প্রকাশ শৈলীর সভাপতি লুবনা জাহান, সাধারণ সম্পাদক ঈমামুল হুদা বিপ্লব, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবল, বগুড়া ফাল্গুণী থিয়েটারের সভাপতি রুবেল মিয়া, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল, কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়, অভিনেতা শাহাদৎ হোসেনহর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  

উপরে