আদমদিঘীতে শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন
বগুড়ার আদমদিঘী উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১০টায় আদমদিঘী উপজেলা রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
বাস্তবায়ন সহযোগী সংস্থা পল্লী মুক্তি সংস্থা নির্বাহী পরিচালক মোঃ আবুল কাশেমের সভাপতিতে উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক রবিউল ইসলাম,আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের জেলা প্রোগ্রাম ম্যানেজার (জিবিএস) মোঃ সাজু মিয়া,উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াছিন মোল্লা,শাজাহানপুর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান সহ সকল সুপারভাইজারগণ।
প্রথম ব্যাচে এ বুনিয়াদী প্রশিক্ষণে উপজেলার বাস্তবায়ন সহযোগী সংস্থা পল্লী মুক্তি সংস্থা (পিএমএস) এর ৩৮ জন শিক্ষিকা-সুপারভাইজার অংশগ্রহণ করেন।
জানাযায়, বগুড়ার আদমদিঘী উপজেলায় বাস্তবায়ন সহযোগী সংস্থা পল্লী মুক্তি সংস্থা (পিএমএস) ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে ২ হাজার ১’শ জন বিদ্যালয় বর্হিভ’ত শিশুদের প্রাথমিক শিক্ষার মূল ধারা ফিরিয়ে আনতে কাজ করছে।