পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে গৃহিনীর মৃত্যু
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি

পানির পাম্পের তার সরাতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলরার গাড়াগ্রাম ইউনিয়নের আহেলার স্ট্যান্ট হাফিজুলের টারী নামক স্থানে।
শুক্রবার দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের আহেলার স্ট্যান্ট হাফিজুলের টারী নামক স্থানে ইসলাম মিয়ার স্ত্রী মল্লিকা বেগম বাড়ীর পার্শ্বে স্থাপিত পানির পাম্পের উপরে পড়ে থাকা তার সরাতে থাকে। ওই সময় পাম্পের তারে বৈদ্যুতিকস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মল্লিকা বেগম (৪০) মারা যান।
গাড়াগ্রাম ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম হাত দিয়ে পাম্পের তার উপরে সরাতে গিয়ে আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মল্লিকা মারা যাওয়ার সতত্যা স্বীকার করে বলেন- ঘটনাটি থানাকে অবহিত করা হয়েছে।