পঞ্চগড়ে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাষ্টার, এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পঞ্চগড় জেলা পুলিশ এর সহযোগিতায় দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করাহয়। দাবা খেলায় পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় হয়েছে পঞ্চগড় করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন ও তৃতীয় হয়েছে পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়। খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার
তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাকিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ। দাবা প্রতিয়োগিতায় জেলার ৫টি উপজেলার ১১টি স্কুলের ১৮ টিমের ৮৮ জন প্রতিযোগি অংশ নেয়।

পঞ্চগড় প্রতিনিধি :