কলাবাগানে ৭২ ভরি স্বর্ণ চুরি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
রাজধানীর কলাবাগান এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ। টানা কয়েকদিন অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে চুরির ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারকৃতরা সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের কাছ থেকে চোরাই মালামাল, তিনটি বিদেশি পিস্তল ও একশ ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কিছুদিন আগে কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরির ঘটনা ঘটে। চোর চক্র বাসায় ঢুকে ভুক্তভোগীর মায়ের ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ওই ভবনসহ আশেপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযান চালানো চলছিল। টানা কয়েকদিন অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে চুরির ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

অনলাইন ডেস্ক