আদমদীঘিতে পাতি চাষ বিলুপ্তির পথে, কদর বেড়েছে প্লাস্টিক মাদুরের
বগুড়ার আদমদীঘি উপজেলার দেশ বিখ্যাত পাতির তৈরী পরিবেশ ও স্বাস্থ্য সম্মত মাদুর এবং সেই মাদুর তৈরীর প্রধান উপকরণ পাতি চাষ বর্তমানে বিলুপ্তির পথে। হঠাৎ করেই প্রাকৃতিক পাতি ও মাদুরের স্থান দখল করতে শুরু করেছে ভারতীয় প্রযুক্তির প্লাস্টিকের তৈরী কৃত্রিম পাতি ও মাদুর।
নতুন আগমন ও দেখতে আকর্ষনীয় হবার কারনে প্লাস্টিকের তৈরী রং বে-রঙের চোখ ধাঁধানো পাতি (পাইপ) ও মাদুর তৈরীর কারখানা স্থাপন ও বিক্রির ধুম পড়েছে। বেড়েছে ব্যাপক কদর। ফলে পাতি চাষ ও মাদুর উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নীচে। এখনো যারা চাষ করা পাতির মাদুর তৈরীতে নিয়োজিত তারা বাহারি নক্সা করতে না পারলেও পাতিতে রং করে মাদুর তৈরী ও বাজারজাত করছে।
রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাড়রা এসে দেশ বিখ্যাত বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার হেলালিয়া হাটের প্লাস্টিক ও প্রাকৃতিক পাতির তৈরী মাদুর কিনে নিয়ে যাচ্ছে। বাহারি রং ও নক্সা করা কৃত্রিম পাতির মাদুরের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় জমে উঠেছে মাদুর হাট ও কারখানা স্থাপন কার্যক্রম। পাইপ তৈরী ও মাদুর বুনুনের স্বয়ংক্রিয় কারখানায় চাকরির পাশাপাশি বহু বেকার নারী-পুরুষ নতুন প্রযুক্তির পাইপ দিয়ে বাড়িতে হাতে বুনুন করছে নক্সা ছাড়া মাদুর। আয়ও করছে বেশ। সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার কাক ডাকা ভোর থেকে দুপুর পর্যন্ত খুচরা ও পাইকারী বেচা-কেনার ধুম পড়ে যায় আদমদীঘি উপজেলার হেলালিয়া হাটে। এখানকার হাতে ও স্বংক্রিয় মেশিনে তৈরী বাহারী কারুকার্যে ভরা মাদুর গুলো দামে কম হওয়ায় এর চাহিদা ব্যাপক।
জানা গেছে, শত বছর ধরে বগুড়ার আদমদীঘি উপজেলার হেলালিয়া, ছাতনী, ঢেকড়া, তারাপুর, কাশিপুর, সান্দিড়া, চকজান, প্রান্নাথপুর ও পাশের রাণীনগর উপজেলার কিছু অংশে পাতি চাষ ও পাতি দিয়ে তৈরী পরিবেশ বান্ধব স্বাস্থ্য সম্মত মাদুরের সুখ্যাতি ছিল। হটাৎ করে গত পাচ/ছয় বছর আগে আদমদীঘির হেলালিয়ায় হাট পাশের পুর্ব ও পশ্চিম ছাতনী, সান্তাহারের পাশের মাদার মোল্লা এবং রাণীনগরের ত্রিমোহনী এলাকায় প্লাস্টিকের পাতি (পাইপ) তৈরীর কারখানা স্থাপন হওয়ার পর থেকে পাতি দিয়ে তৈরী মাদুরের পাশাপাশি প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরী মাদুরের চাহিদা দিন দিন বেশি হওয়ায় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া, তারাপুর ,কাজিপুর, ছাতনী, ঢেকড়া, প্রান্নাথপুর, পানলা, চকজান, দরিয়াপুর, সান্তাহার পৌরসভার মালশন এলাকায় শত শত বেকার মানুষ প্লাস্টিকের মাদুর তৈরী করে হাটে-বাজারে বিক্রির মাধ্যমে ভাল আয় করছে। বেকার থাকা মানুষগুলো স্বল্প পুঁজি বিনিয়োগ ও অল্প পারিশ্রম করে জীবন-জীবিকা নির্বাহ করছে। ৩/৪ হাত লম্বা প্রতিটি প্লাস্টিক মাদুর নক্সা ভেদে পাইকারী ৮০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। যা তৈরীতে খরচ পড়ে ৫০ টাকা থেকে ৭০ টাকা। বর্তমানে এ ব্যবসা জনপ্রিয় ও লাভজনক হওয়ায় চাষ করা পরিবেশ ও স্বাস্থ্য সম্মত পাতির তৈরী মাদুর ব্যবসা হুমকির মুখে পড়েছে। এই শিল্পে জড়িত অনেকেই জানান, তারা পারিবারিক ভাবে অনেক আগে থেকেই মাদুর তৈরী ও বিক্রির সাথে জড়িত। তারা প্লাস্টিক মাদুর তৈরী করে বাজারজাত করে আসছে। বর্তমানে এই ব্যবসা করে তারা স্বাবলম্বী হয়েছে।
সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, বেশ কয়েক বছর আগে প্লাস্টিক পাইপ ও মাদুর তৈরীর স্বয়ংক্রিয় কারখানা চালু করি। প্রথম দিকে চাহিদা কম থাকলেও বর্তমানে এই শিল্পের ব্যাপক চাহিদার কারনে ব্যবসা ভাল হচ্ছে। এই শিল্পে সরকারী পৃষ্ঠপোষকতা পেলে প্রান্ত্রিক জনপদে এই ব্যবসার আরও প্রসার ঘটার সম্ভবনা রয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ