প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২২ ২২:০২

বগুড়ার ধুনটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
বগুড়ার ধুনটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনটে হত্যা মামলার আসামি সুলতান আলীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের আলতাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান আলী বুধবার সন্ধ্যার পর গ্রামের একটি জলাশয়ে জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সুলতান আলীর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

স্থানীয় লোকজন ওই জলাশয়ে মাছ ধরতে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেন। ধুনট থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে প্ররণ করেন।

জানা গেছে, ২০২০ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যায় একই গ্রামের রনজু মিয়া বাড়ির অদূরে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। রাত ৯টার দিকে সুলতান ও তার সহযোগীরা রনজুকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত রনজুর স্ত্রী শিরিন খাতুন সুলতান আলীকে প্রধান আসামি করে। ২০২০ সালের ২১ নভেম্বর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কাফরুল থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় সুলতান আলী জামিনে ছিলেন।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

উপরে