প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৯:২৯

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
বগুড়ার গাবতলীতে রেললাইনের ওপর দাঁড়িয়ে ট্রেন থামাতে গিয়ে পারভেজ মিয়া নামে এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
 
উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ডঙর গ্রামে শুক্রবার দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি।
 
এর আগে টোয়েন্টিডাউন নামে একটি কমিউটার ট্রেন সান্তাহারে যাওয়ার পথে সকাল সোয়া ১১টার দিকে কাটা পড়ে ওই কিশোর।
১৬ বছরের পারভেজ মিয়া সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
 
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম।
 
স্থানীয়দের বরাতে তিনি জানান, পারভেজ বাক প্রতিবন্ধী ছিল।পাশাপাশি সে বুদ্ধি প্রতিবন্ধকতাও রয়েছে। সোনাতলা, গাবতলী এলাকায় সে ছন্নছাড়া, পাগলের মতো ঘুরে বেড়াতো। স্থানীয় মানুষসহ বিভিন্ন যানবাহনের সামনে দাঁড়িয়ে টাকা-পয়সা নিত। শুক্রবার সকালে টোয়েন্টি ডাউন ট্রেনটি ডঙর এলাকায় এলে পারভেজ দৌড়ে লাইনের ওপরে দাঁড়ায়। ওই সময় ট্রেনের নিচে কাটা পড়ে পারভেজ।

এসআই আমিনুল বলেন, ট্রেন চালকের সঙ্গেও কথা হয়েছে। তিনিও জানিয়েছেন হঠাৎ করে লাইনের ওপর দাঁড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করে। কিন্তু সেই সুযোগ আর হয়নি। ওই কিশোর ট্রেনে কাটা পড়ে।

তিনি আরও বলেন, পারভেজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ।
উপরে