প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৩৮

পার্বতীপুর রেলওয়ে এলাকায় মাদক বিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর রেলওয়ে এলাকায় মাদক বিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে এলাকায়  ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন।  দন্ডপ্রাপ্ত যুবকদ্বয়কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় পার্বতীপুর রেলওয়ে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক (গাঁজা) সেবনের অপরাধে মোহম্মদ আলী (২৫) ও মোঃ হাসান (২৪) নামক দুই যুবক কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) (২১) ধারা মোতাবেক প্রত্যেক কে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক । মোহাম্মদ আলী দিনাজপুর জেলার  পার্বতীপুর পৌরসভা এলাকার ধুপিপাড়া মহল্লার নূর ইসলামের পুত্র এবং মোঃ হাসান একই জেলার পার্বতীপুর পৌরসভার ধুপিপাড়া মহল্লার মোজাফফর মোল্লার পুত্র।

ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক কর্তৃক দন্ডপ্রাপ্ত যুবকদ্বয় কে শুক্রবার সকালে  দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।

উপরে