প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৫৯

রাণীনগরে তালা কেটে ১৫লক্ষ টাকার মালামাল চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
রাণীনগরে তালা কেটে ১৫লক্ষ টাকার মালামাল চুরি

নওগাঁর রাণীনগরে দোকান ঘরের তালা কেটে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাতে উপজেলা 
সদরের হাসপাতাল মোড় এলাকায় হানিফ ইলেক্ট্রনিক্স দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক হাসিবুল হাসান বলেন,প্রতি দিনের ন্যায় রাত ৯টা নাগাদ কেনা-বেচা করে দোকান ঘরে তালা দিয়ে চলে যান। শুক্রবার সকালে দোকানের কর্মচারী দোকানে এসে দেখতে পান দোকান ঘরের মূল গেটের তালা কাটা। এসময় কর্মচারী তাকে মোবাইল ফোনে জানান। সাথে সাথে দোকানে এসে দেখেন মূল গেটসহ সবগুলো গেটের তালা কেটে চোরেরা দোকান ঘরে প্রবেশ করে বিভিন্ন নামি-দামি কোম্পানীর শতাধীক মোবাইল ফোন,ক্যাশে থাকা নগদ প্রায় চার হাজার টাকা,ক্রয়-বিক্রয়ের দুইটি রেজিষ্ট্রার বই,মেমো বইসহ প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক হাসিবুল 
হাসান। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। দোকান মালিক হাসিবুল হাসান উপজেলার বাহাদুরপুর গ্রামের তাছের সরদারের ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি,তবে অভিযোগ দিতে বলেছি।

উপরে