প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৪৭

হারানো মোবাইল ও ডিজিটাল মানি উদ্ধারে ব্যাপক সাফল্য এস আই তপন কুমারের

সারিয়াকান্দি বগুড়া থেকেঃ-
হারানো মোবাইল ও ডিজিটাল মানি উদ্ধারে ব্যাপক সাফল্য এস আই তপন কুমারের
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির খোয়া যাওয়া ডিজিটাল মানি উদ্ধারে ব্যাপক সাফল্য পেয়েছেন সারিয়াকান্দি থানায় কর্মরত এস আই তপন কুমার ঘোষ। তার এমন সাফল্যে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন।
 
সাধারণ সেবা প্রার্থীদের কাছে পর্যাপ্ত আস্থা অর্জন করেছেন এস আই তপন কুমার । এর আগেও বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় তার এই কর্ম তৎপরতা ছিলো উল্যেখযোগ্য। সম্প্রতি সারিয়াকান্দি থানায় যোগদানের পরে তিনি জিডি মুলে গত ০৪ মাসে ১৫০ টি হারানো মোবাইল ও ৩,০০,০০০/- টাকা উদ্ধার উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছেন। তিনি ২০০৪ সালে এসএসসি, ২০০৬ সালে এইচএসসি, ২০১১ সালে স্নাতক ও ২০১২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে মাস্টার্স সম্পুর্ন করেছেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সমসাবাদ এলাকার মনিন্দ্র ঘোষের ছেলে।  এক সাক্ষাৎকারে এস আই তপন কুমার ঘোষ প্রতিবেক কে বলেন, আমি সাধারন সেবা প্রার্থীদের এই ধরনের সমস্যা গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখি।  আমার উর্ধতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করি হারানো টাকা ও মোবাইল আসল মালিকের কাছে ফিরিয়ে দেয়ার। আসলে এটা আমার দায়িত্ব ও কর্তব্য। আগামীতেও এভাবেই আমি কাজ করে যেতে চাই।
উপরে