প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৪

আদমদীঘিতে নিজস্ব অর্থায়নে ইট সোলিং কাজে উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে নিজস্ব অর্থায়নে ইট সোলিং কাজে উদ্বোধন

বগুড়ার আদমদীঘির পুশিন্দা হিন্দুপাড়া দুর্গা মন্দির হতে গৌরাঙ্গর বাড়ী পর্যন্ত১০০ ফিট মাটির রাস্তা দিয়ে জনসাধারনের চলাচলের দূর্ভোগ পোহাতে হয়।

জন দূর্ভোগ লাগব করতে নশরতপুর ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিজস্ব অর্থায়নে ১০০ ফিট মাটির রাস্তাটি ইট সোলিংয়ের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন নশরতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সোহেল রানা, এসময় উপস্থিত ছিলেন,ঠিকাদার হাবিবুর রহমান সোহাগ, সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজল চৌধুরী, খোকন, নিয়ামুল,হিরামন, মহন বর্ম্মন,পরিমল শীল,গৌরাঙ্গ বর্ম্মন,নিবাস বর্ম্মন প্রমুখ। প্যানেল চেয়ারম্যান সোহেল রানা বলেন, জনসাধারনের চলাচলের দূভোগ লাগব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপরে