বগুড়ায় ৪১৫ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৪১৫ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২ জানায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় ২ জন ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে।এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা ২০ এ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন চন্ডিপুর গ্রামস্থ চন্ডিপুর তালতলা ব্রীজ সংলগ্ন রগুড়া-রংপুর মহাসড়কের পুর্বপাড়ে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুর রহমান (২৭), পিতা-মোঃ কলিমুদ্দিন, সাং-সাবগাছি কালিকাপুর, মোঃ গাজী রহমান শান্ত (২২), পিতা-মোঃ দুলু মিয়া, সাং-চকশিবপুর, উভয় থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’দেরকে সর্বমোট ৪১৫ পিচ ইয়াবা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৈাহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে।