প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২ ২১:০৭

নন্দীগ্রামে গলায় ভাত আটকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
নন্দীগ্রামে গলায় ভাত আটকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে গলায় ভাত আটকে আফতাব আলী (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের মৃত ছবের আলীর ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সে বাড়ী থেকে ভাত সাজিয়ে নিয়ে সিংজানী গ্রামে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যায়। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক আফতাব আলী ভাত খাওয়া শুরু করলে এক পর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। ঐ সময় তার সহকর্মীরা তাকে বিজরুল হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপরে