সৈয়দপুরে গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে গর্তের পানিতে পড়ে নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত তুহিন ইসলাম (৩) এবং সাজিদ হোসেন (৩) দুই শিশু আপন চাচাতো ভাই।
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী দলবাড়ি পাড়ায় ওই ঘটনাটি ঘটে।
বোতলাগাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবুল কালাম আজাদ জানান, উল্লিখিত এলাকার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের এক মাত্র ছেলে সন্তান সাজিদ হোসেন (৩) এবং কৃষক আবুল হোসেনের ছেলে তুহিন ইসলাম। ঘটনার দিন ওই দুই শিশু তাদের বাড়ির পিছনে খোলা জায়গায় বসে খেলছিল। খেলার এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে প্রতিবেশী আব্দুস সালামের টিউবওয়েলের ব্যবহৃত জমে থাকা গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরে এক প্রতিবেশী তাদের গর্তের পানিতে ভাসতে দেখতে পান। এরপর সেখান থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
এদিকে, একই বাড়ির দুইটি শিশু সন্তান একই গর্তের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় দুটি পরিবারের সদস্যদের আহাজারিতে সেখানকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এ সময় তাদের কান্না দেখে সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: