কিশোরগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি সমাবেশটি রনচন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, সহকারী কমিশনার ভূমি সানজিদা রহমান। এতে বক্তব্য রাখেন রনচন্ডী ইউপি সাবেক চেয়ারম্যান কামিনী কুমার রায়, শিক্ষক হাসেম আনছারী, রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রতাব চন্দ্র রায়, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পতিরাম রায়, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য ফাতেমা বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন রনচন্ডী ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, পূজা মন্ডব কমিটির সভাপতিবৃন্দ প্রমুখ।