প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২ ২২:৪৫

শাজাহানপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
শাজাহানপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী
বগুড়ার শাজাহানপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘আধুুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। 
 
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
 
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে অংশ নেন  উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন,উপজেলা প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির সহ সহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষকগণ।
 
সমাপনী অনুষ্ঠানে সেরা স্টলে পুরস্কার ও কৃষকদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করেন।
 
এবছর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলায় উপজেলা কৃষি বিভাগ, বালাইনাশক কোম্পানি, কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারি প্রতিষ্ঠান, এনজিও, নার্সারি মালিক ও স্থানীয় কৃষি উদ্যোক্তাগণের ২৩টি স্টল  অংশ গ্রহণ করেন।
উপরে